Tuesday, October 28, 2014

সেই বৃষ্টি ঝরা বিকেলটা

নিবিড়,  তোমার মনে পড়ে? অনেক বছর আগে
পাতা ঝরা দিন ছিল, ছিল পড়ন্ত বিকেল
প্রহর শেষের আলো ছিল, ছিল বাড়ি ফেরার তাড়া

নিবিড়, সেদিন তোমার চোখে আগুনের রঙ ছিল
পথের ধারে ঘাসফুল ছিল, ছিল সেই বুড়ো গাছটা
নাম না জানা পাখী ছিল, ছিল ইচ্ছে লাগামছাড়া

নিবিড়, সেদিন তোমার অবাধ্য মন ছিল
কিছু ইচ্ছে ছিল, ছিল বাঁধন ভাঙার দিন
শেষের কবিতা ছিল, ছিল কবিতার শেষ

নিবিড়, আজও কি তোমার মনে পড়ে সেকথা?
দিনের শেষে আগামীর প্রতিশ্রুতি ছিল, ছিল ফাঁকি দিয়ে আমার চলে যাওয়া
কিছু চাওয়া ছিল, ছিল কিছু দিয়ে যাওয়ার রেশ

নিবিড়, সেদিন হঠাৎ বৃষ্টি নেমেছিল
অবিশ্রান্ত ধারায় ভিজে যাওয়া ছিল, ছিল প্রকৃতির অনুযোগ
উষ্ণতার আশ্রয় ছিল, ছিল ছন্দবিহীনের অন্তমিল

নিবিড়, সেদিনটা কি এমনটাই ছিল?
অনুরোধ ছিল অনুযোগ ছিল, ছিল হারিয়ে গিয়ে ফিরে পাওয়া
অনুভুতির অনুরণন ছিল, ছিল সুখের পরশ অনাবিল।




Composed by +Debarati Bhattacharjee for Jhaalmuri KabboKotha

No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...