Monday, October 20, 2014

ইতি তোর মা

সোনা,

শূন্যে ভেসে ওঠে তোর ছবি
কোন পথে মন যায় ভাবি
এই তো সেদিন তুই ছোট্ট ছিলি
কবে আবার তুই বড় হলি
থেকে থেকে মনটা আমার
হয় বিষণ্ণ প্রাণটা আমার
যেতে চায় যে তোর কাছে
তবু যেতে পারেনা ছেড়ে তোর স্মৃতি

কতদিনের আশা আমার,
তোর চাকরি তে হল পূর্ণ
কতদিনের বাসা আমার
তোর চাকরি তে হল শূন্য
এখন শুধু চিঠির আশায় থাকি
কবে আসবি পথ টা দেখি

বড় হ
ভালো হ

ইতি তোর মা



Composed by Digbijay Bandopadhyay for Jhaalmuri Poetry Contest Kabbo Kotha

No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...