Thursday, October 23, 2014

একলা আকাশ

জলরঙ্গে আঁকা ছবি বৃষ্টিতে ধুয়ে যায়-
তোমার আমার সম্পর্ক ভোকাট্টা হ’য়ে যায়!

মনের মিলে প্রাণের টানে যে হাত ধরাধরি-
মান-অভিমান কোলাহল দিয়ে সে হাত ছাড়াছাড়ি!

ভুলের উপর ভুল সাজিয়ে বনিবনায় ভাঙ্গন-
দায় নেই, তাই কিছু পলকেই ইতি সাতকাহন!

আত্মীয়তা, বন্ধুত্ব সব আজ শিথিল বড়ো-
আঘাত পেলেই বিদায় বন্ধু, দরজা বন্ধ করো!

সবার সাথে সবার আড়ি,
ফ্যাকাশে আকাশে একলা ঘুড়ি-
সকল দরজায় আগল দিলে –
একলা থেকে সুখ কি পেলে?


Composed by Sreyasi Munshi for Jhaalmuri Kabbo Kotha

No comments:

Post a Comment

Please share your valuable feedback

Related Posts Plugin for WordPress, Blogger...